ব্ল্যাকবেরির বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ ফেসবুকের

Sunday, September 09 2018 ভয়েস মেসেজিং প্রযুক্তি চুরির অভিযোগে ব্ল্যাকবেরির বিরুদ্ধে মামলা করতে চলেছে ফেসবুক। মাত্র একমাস পূর্বে ব্ল্যাকবেরি ফেসবুকের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগে মামলা করার পরে এবার ফেসবুকও পাল্টা অভিযোগ দায়ের করলো।

সানফ্র্যান্সিসকোর ফেডারেল কোর্টে দায়ের করা ১১৮ পৃষ্ঠার অভিযোগে ফেসবুক তার পেটেন্টকৃত ভয়েস মেসেজিং প্রযুক্তি বেহাত হওয়ার অভিযোগ আনে ব্ল্যাকবেরির বিরুদ্ধে। ৬টি পেটেন্ট বেহাতের অভিযোগে ব্ল্যাকবেরির বিরুদ্ধে অপ্রকাশিত পরিমাণ ক্ষতিপূরণ দাবী করে ফেসবুক। ব্ল্যাকবেরির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোন মন্তব্য করা হয় নি।

ব্ল্যাকবেরির বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ ফেসবুকের


উল্লেখ্য, ফেসবুক অ্যাপ ও ইন্সটাগ্রামে ব্যব‌হৃত প্রযুক্তি ব্ল্যাকবেরির মেসেজিং প্রযুক্তি থেকে চুরি করে নির্মাণ করা হয়েছে - এমন অভিযোগে গত মাসে ফেসবুকের বিরুদ্ধে মামলা করে ব্ল্যাকবেরি।

share on