হুয়াওয়ে নিয়ে এলো বিশ্বের প্রথম ৭ ন্যানোমিটার চিপ কিরিন ৯৮০!

রবিবার, সেপ্টেম্বর 02 2018 চীনের শেনযেং-ভিত্তিক স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে সম্প্রতি অবমুক্ত করেছে বিশ্বের প্রথম ৭ ন্যানোমিটার চিপ কিরিন ৯৮০। কৃত্রিম বুদ্ধিমত্তা( এআই ) সন্নিবেশিত এই চিপ কোয়ালকমের সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮৪৫ কে স‌হজেই টেক্কা দেবে বলে মনে করছে হুয়াওয়ে। সদ্য প্রকাশিত বিভিন্ন তথ্য উপাত্ত হুয়াওয়ের দাবীকেই সমর্থন করছে।

হুয়াওয়ের নতুন কিরিন প্রসেসর হঠিয়ে দেবে স্ন্যাপড্রাগন-কে!
credit : the verge


প্রায় তিন বছর ধরে ১০০০ গবেষকের অক্লান্ত পরিশ্রমের ফসল এই কিরিন ৯৮০। সর্বাধুনিক এই চিপ বর্তমানের একাধিক রেকর্ডকে ভেঙ্গে দিতে সক্ষম হয়েছে।

এক নজরে কিরিন ৯৮০ -
- ৬.৯ বিলিয়ন ট্রানজিস্টর
- ৭ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন
- ১.৪ গিগাবিট ডেটা প্রতি সেকেন্ডে আদান-প্রদানে সক্ষম মডেম
- ২১৩৩ বাস স্পিডের ডিডিআরফোর র‌্যাম
- এআরএম প্রস্তুতকৃত কর্টেক্স এ৭৬ সিপিইউ ও ম্যালি জি৭৬ জিপিইউ

কিরিন ৯৮০ তে সন্নিবেশিত নিউরাল প্রসেসিং ইউনিট প্রতি মিনিটে প্রতিদ্বন্দ্বী স্ন্যাপড্রাগন ৮৪৫ থেকে দ্বিগুণ ও অ্যাপলের এ১১ থেকে চারগুণ বেশি চিত্র চিহ্নিত করতে সক্ষম। কিরিন ৯৮০ একই কাজের জন্য স্ন্যাপড্রাগন ৮৪৫ থেকে ৩৩ শতাংশ কম চার্জ ব্যয় করে। আট কোরের এই প্রসেসর পূর্ববর্তী কিরিন ৯৭০ থেকে চল্লিশ শতাংশ চার্জ সাশ্রয়ী।

হুয়াওয়ের মেট ২০ এর পরবর্তী সংস্করণে ও অনর সিরিজের ম্যাজিক ২ স্মার্টফোনে প্রথম দেখা মিলবে কিরিন ৯৮০ প্রসেসরের।
share on