দ্বিতীয় প্রান্তিকে রবির লোকসান ৪৪ কোটি ৪০ লাখ টাকা

Monday, August 27 2018
দ্বিতীয় প্রান্তিকে রবির লোকসান ৪৪ কোটি ৪০ লাখ টাকা


গত ২৪ অগাস্ট চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) ব্যবসায়িক ফলাফল প্রকাশ করেছে রবি। দেশব্যাপী ফোরজি নেটওয়ার্কের বিস্তার ও সক্ষমতা বৃদ্ধিতে ক্রমাগত বিনিয়োগ এবং বাজারে সুদের হার বৃদ্ধি পাওয়ায় রবি’র মোট লোকসানের পরিমাণ ৪৪ কোটি ৪০ লাখ টাকা।

চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে মূলত ডেটা খাত থেকে প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সার্বিক প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে রমজানের কারণে ভয়েস খাত থেকে এ সময়ে রাজস্ব ১ দশমিক ৬ শতাংশ কমেছে। ফোরজি সংক্রান্ত নেটওয়ার্ক খাতে এবং প্রচারণা সংক্রান্ত খাতে ব্যাপক বিনিয়োগ সত্ত্বেও পরিচালন ব্যয়ের মার্জিন ৩ দশমিক ৭ পার্সেন্টে বৃদ্ধি পেয়ে ৪২০ কোটি টাকা হয়েছে।

২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত দেশের ৬৪টি জেলায় রবি’র সক্রিয় ফোরজি নেটওয়ার্কের সংখ্যা ৬ হাজার ১শ’টি। পাশাপাশি গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৭ লাখে যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৬ শতাংশ। গত বছরের একই প্রান্তিকের তুলনায় ডেটা খাতে ৩০ শতাংশ প্রবৃদ্ধি নিশ্চিত হওয়ায় এই সময়ে সেবা খাত থেকে সার্বিক রাজস্ব বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬ শতাংশ; যদিও ভয়েস খাতে রাজস্ব ৪ দশমিক ২ শতাংশ কমেছে। ফোরজি নেটওয়ার্কে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যার অর্জনও ডেটা খাতের প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
share on