অস্ট্রেলিয়ায় নিষেধাজ্ঞার কবলে হুয়াওয়ে

Sunday, August 26 2018 অস্ট্রেলিয়াতে ফাইভজি নেটওয়ার্ক যন্ত্রাংশ সরবরাহে নিষেধাজ্ঞার কবলে পড়লো হুয়াওয়ে। জাতীয় নিরাপত্তার প্রতি হুমকী বিবেচনায় অস্ট্রেলীয় সরকার পরোক্ষভাবে চাইনীজ কোম্পানী হুয়াওয়েকে ফাইভজি নেটওয়ার্ক যন্ত্রাংশ সরবরাহে অনুপযুক্ত বলে ঘোষণা করেছে। চীন এ ঘটনাকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করেছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় একই ধরণের আশংকার প্রেক্ষিতে মোবাইল ডিভাইস বিক্রয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কবলে পড়ে হুয়াওয়ে।

যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়াতেও নিষেধাজ্ঞার কবলে হুয়াওয়ে
credit : reuters


হুয়াওয়ে বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক যন্ত্রাংশ প্রস্তুতকারক। হুয়াওয়ের ফাইভজি নেটওয়ার্ক যন্ত্রাংশ চাইনীজ গুপ্তচরবৃত্তির শিকার হতে পারে বলে আশংকা করছে অস্ট্রেলীয় সরকার। তবে অস্ট্রেলিয়াতে বিদ্যমান ফোরজি নেটওয়ার্কের যন্ত্রাংশ সরবরাহ করেছে হুয়াওয়ে। এ অবস্থায় অস্ট্রেলীয় সরকারের এ আকস্মিক সিদ্ধান্তে 'রাজনৈতিক' প্রভাব দেখছেন অনেকে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলীয় রাজনীতিতে ব‌হি:হস্তক্ষেপের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।
share on