অর্ধ টেরাবাইট মেমরি নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ৯

Saturday, August 11 2018 গতবছর রেকর্ড মূল্যমানে বাজারে আসে আইফোন এক্স। এবার স্যামসাং ভাগ বসাতে চলেছে অ্যাপল এর সেই রেকর্ডে। গ্যালাক্সি নোট ৯ বাজারে আসবে আইফোন এক্স এর সমান মূল্যমানে।

Galaxy Note 9
credit : techradar


তবে শুধু মূল্যের দিক দিয়ে নয়, স্যামসাং-এর প্রিমিয়াম সিরিজ নোট বরাবরই অগ্রসর কম্পিউটিং ও বৃহৎ ডিসপ্লের জন্য সুপরিচিত। এবারও তার কোন ব্যতিক্রম হচ্ছে না। ৬.৪ ইঞ্চি ডিসপ্লের নোট ৯ সম্ভবত হতে যাচ্ছে এবছরের অন্যতম বৃহৎ পর্দার ফোন।

অর্ধ টেরাবাইট মেমরি নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ৯
credit : techradar


এক নজরে স্যামসাং গ্যালাক্সি নোট ৯

- ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড পর্দা
- ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ
- ৮ গিগাবাইট র‌্যাম
- ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী
- অ্যান্ড্রয়েড ৮.১ ওএস
- অক্টাকোর প্রসেসর
- ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- উভয় পার্শ্বে গরিলা গ্লাস

সদ্য ঘোষিত ফোনটি আগামী ২৪ আগস্ট থেকে বিশ্বজুড়ে বাজারে কিনতে পাওয়া যাবে।

share on