শীর্ষ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে!

সোমবার, আগস্ট 06 2018 সাম্প্রতিক সময়ে পি২০-র সাফল্যের পর বছরে ফোন বিক্রির লক্ষ্যমাত্রা ১০ শতাংশ বৃদ্ধি করে ২০কোটিতে উন্নীত করলো হুয়াওয়ে। আর এ লক্ষ্য অর্জনে সক্ষম হলেই বিশ্বের শীর্ষ মোবাইল ডিভাইস নির্মাতায় পরিণত হবে হুয়াওয়ে। উল্লেক্ষ্য, হুয়াওয়ে সম্প্রতি অ্যাপলকে সরিয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ফোন নির্মাতার স্থান দখল করে।

শীর্ষ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে!
credit : REUTERS/Aly Song


স্বল্প ও মাঝারী মূল্যের ফোনে হুয়াওয়ে দীর্ঘদিন যাবৎ জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়ে আসছিলো। তবে এবারে ৫০০ ডলার বা তার অধিক মূল্যমানের ফোনেও তার জনপ্রিয়তা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর তাই গতবছরের চেয়ে চলতি বছরে বিক্রয় বৃদ্ধি পেয়েছে প্রায় ৩১ শতাংশ। মূলত চীন, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিরাট বাজারকে কেন্দ্র করেই হুয়াওয়ের এ সাম্প্রতিক উত্থান। একারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে একরকম নিশিদ্ধ হওয়া সত্ত্বেও হুয়াওয়ে স্বপ্ন দেখছে বিশ্বের শীর্ষ মোবাইল হ্যান্ডসেট বিক্রেতার খেতাব অর্জনের।
share on