বাজার হারাচ্ছে স্যামসাং!

Wednesday, July 04 2018 চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের খতিয়ান প্রকাশ করতে যাচ্ছে স্যামসাং। এপ্রিল-জুন প্রান্তিকে স্যামসাং-এর বিক্রয় হ্রাস পেয়েছে ২ শতাংশ। দীর্ঘদিন যাবৎ মোবাইল ডিভাইস বিক্রিতে আশাতীত প্রবৃদ্ধি অর্জনের পর অপেক্ষাকৃত নতুন চায়নীজ সাশ্রয়ী স্মার্টফোন ব্র্যান্ড সমূহের কাছে স্যামসাং-এর বাজার হারানোকেই এ জন্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকেরা।

বাজার হারাচ্ছে স্যামসাং!
credit : REUTERS/Thomas White
Ad


সর্বশেষ এপ্রিল-জুন প্রান্তিকে স্যামসাং-এর মুনাফা ধারণা করা হচ্ছে ১৩.৩ বিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের চেয়ে ৫.৭ শতাংশ অধিক। তবে তা জানুয়ারী-মার্চ প্রান্তিকের মুনাফার চেয়ে কম। স্যামসাং গ্যালাক্সি এস ৯ অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোন আইফোন এক্স এর সাথে প্রতিযোগিতায় তেমন সুবিধা করতে পারেনি। সফটওয়্যার নির্মাণে সাফল্য পেলেও হার্ডওয়্যারের ক্ষেত্রে তেমন কোন উদ্ভাবনী সাফল্য দেখাতে পারেনি স্যামসাং।

বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং প্রতিটি প্রান্তিকে প্রায় ৮ কোটি মোবাইল ডিভাইস বাজারজাত করে। তবে বিশ্বের সবচেয়ে বৃহৎ স্মার্টফোন বাজার চীনে ব্র্যান্ডটির দখলে রয়েছে বাজারের মাত্র এক শতাংশ। আর শীর্ষ ব্র্যান্ড হুয়াওয়ে নিয়ন্ত্রণ করছে ২২ শতাংশ। একইভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার ভারতে স্যামসাং তার শীর্ষ অবস্থান হারিয়েছে চায়নীজ ব্র্যান্ড শাওমীর কাছে।
share on