মাইক্রোসফট মুছে দিতে যাচ্ছে মোবাইল ও কম্পিউটারের বিভাজন রেখা

শনিবার, জুন 30 2018
মাইক্রোসফট মুছে দিতে যাচ্ছে মোবাইল কম্পিউটার ও কম্পিউটারর বিভাজন রেখা


মাইক্রোসফট একটি নতুন দ্বি-পর্দা সারফেস ডিভাইস নিয়ে কাজ করছে যা সক্ষম হবে মোবাইল ও কম্পিউটারের মধ্যকার বিভাজন রেখা মুছে দিতে। সম্প্রতি মাইক্রোসফট তার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে ফাঁস হয় এই তথ্য। প্রজেক্ট "এন্ড্রোমিডা" সাংকেতিক নামের এই প্রকল্পটি আলোর মুখ দেখবে চলতি বছরেই- এমনটাই দাবী সংশ্লিষ্ট সূত্রের।



মাইক্রোসফট মুছে দিতে যাচ্ছে কম্পিউটার ও মোবাইলের বিভাজন রেখা


মোবাইল ফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম জনপ্রিয় করে তোলার একাধিক প্রয়াস ব্যর্থ হলেও স‌হজে হাল ছেড়ে দিচ্ছে না মাইক্রোসফট। দ্বি-পর্দা বিশিষ্ট ভাঁজ করার উপযোগী এই সম্ভাব্য মাইক্রোসফট সারফেস ডিভাইসটি সে ইঙ্গিতই ব‌হন করে। মাইক্রোসফটের সাম্প্রতিক কিছু পেটেন্ট অনুসারে কেমন হতে পারে এই এন্ড্রোমিডা ডিভাইস - সে নকশা করেছেন ডেভিড ব্রেয়ার। তবে এখনো মাইক্রোসফট থেকে অফিশিয়াল কোন ঘোষণা আসেনি ডিভাইসটির ব্যাপারে।
share on