অ্যাপল বিশ শতাংশ কমিয়ে দিচ্ছে নতুন আইফোনের উৎপাদন

Sunday, June 10 2018 বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানিতে উন্নীত হওয়ার দ্বারপ্রান্তে থাকা অ্যাপল আগামী অর্থবছরের জন্য আইফোন উৎপাদন হ্রাস করার সিদ্বান্ত নিয়েছে। মূলত নতুন মডেলের উচ্চমূল্যের আইফোন এক্স ও আইফোন ৮ মডেলের ফোনসমূহের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে। সম্প্রতি অ্যাপল খুচরা যন্ত্রাংশ সরবরাহকারীদের এ সকল মডেলের ফোনের যন্ত্রাংশ পূর্ব ধারণার চেয়ে বিশ শতাংশ কম সরবরাহের আদেশ দেয়। জাপানি বাণিজ্য বিষয়ক সাময়িকী নিক্কেই এ সংবাদ জানায়।

অ্যাপল বিশ শতাংশ কমিয়ে দিচ্ছে নতুন আইফোনের উৎপাদন
credit : REUTERS/David Gray


আইফোন ৮, ৮ প্লাস ও আইফোন এক্স এর আট কোটি ইউনিট আগামী বছর উৎপাদন করবে অ্যাপল। পূর্ব ধারণা হতে যা প্রায় দুই কোটি ইউনিট কম। তবে এক্ষেত্রে অ্যাপলের বদলে স্মার্টফোন বাজারের বর্তমান অবস্থাকেই দায়ী করছেন বিশ্লেষকেরা। দীর্ঘদিন যাবৎ চাহিদার উচ্চ প্রবৃদ্ধিতে ভাটা পড়েছে সাম্প্রতিক বছরে। প্রায় প্রতিটি শীর্ষ ব্র্যান্ড বিক্রয় ও মুনাফায় একইসাথে সুবিধা করতে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে অনন্য ব্যতিক্রম অ্যাপল। তবে আইফোন এক্স এর অতি উচ্চ মূল্য ও বিক্রয়ে শ্লথগতি অ্যাপলকেও দাঁড় করিয়েছে বাস্তব অবস্থার মুখোমুখি।
share on