ফোরজি হ্যান্ডসেট ক্রয়ে ক্ষুদ্রঋণ সুবিধা নিয়ে এলো রবি

শুক্রবার, জুন 01 2018 ফোরজি হ্যান্ডসেট কেনার জন্য গ্রাহকদের অর্থায়ন করতে মোবাইল অপারেটর রবি ও ব্যাংক এশিয়ার মাঝে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

রবি কর্পোরেট অফিসে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আরফান আলী এবং রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

রবি ও ব্যাংক এশিয়ার মধ্যকার এই সমঝোতা চুক্তির অনুসারে সুবিধাবঞ্চিত রবি গ্রাহকদের ক্ষুদ্র ঋণের মাধ্যমে ফোরজি হ্যান্ডসেট ক্রয় করতে সহায়তা করা হবে। গ্রাহকদের কাছে সেবাটি পৌঁছে দিতে রবি বিগ ডেটা সল্যুশন ব্যবহার করবে। এই চুক্তির সাথে সম্পর্কিত সবাই মনে করে, এই সমঝোতা চুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’র ‘বৈষম্য হ্রাসকরণ’ কর্মসূচী বাস্তবায়নে সাহায্য করবে।

ফোরজি হ্যান্ডসেট ক্রয়ে ক্ষুদ্রঋণ সুবিধা দেবে রবি


হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে আর্থায়নের সুযোগ এমনভাবে নিশ্চিত করা হয়েছে, যাতে করে নারীরাও ফোরজি হ্যান্ডসেট ব্যবহারে উৎসাহিত হন। এর মাধ্যমে এসডিজি’র নির্ধারতি ‘জেন্ডার সমতার’ লক্ষ্যগুলো অর্জনেও সহায়ক হবে চুক্তিটি।
[বিজ্ঞপ্তি]
share on