১২ মে দুপুর ১২:০০টায় আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো Realme 14 এবং Realme 14T। লঞ্চ ইভেন্টটি সরাসরি সম্প্রচার করা হয় Realme Bangladesh-এর ফেসবুক পেজে, যেখানে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
ফোন দুটির অসাধারণ কিছু ফিচার রয়েছে, বিশেষ করে উন্নত ক্যামেরা,৫জি স্পিড, এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা উপহার দেবে।। আসুন জেনে নিই Realme 14 এবং Realme 14T এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।
Realme 14 এবং Realme 14T ফোনের দাম ও ভ্যারিয়েন্ট
ভেরিয়েন্ট | বাংলাদেশে অফিসিয়াল মূল্য |
Realme 14 (12GB +256GB) | ৪১,৯৯৯ টাকা [+ভ্যাট প্রযোজ্য] |
Realme 14T (8GB +256GB) | ৩১,৯৯৯ টাকা [+ভ্যাট প্রযোজ্য] |
১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত ফোন দুটির প্রি-বুকিং চলবে এবং যারা প্রি-বুকিং করবেন তারা একটি আকর্ষণীয় Realme Buds T200 Lite উপহার পাবেন। রিয়েলমি অফিসিয়াল ব্যান্ড শপ বা অনুমোদিত দোকান থেকে ফোনটি কিনতে বা প্রি-বুকিং করতে পারেন।
Realme 14 -এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট।প্রসেসর: Qualcomm Snapdragon 6 Gen 4 চিপসেট।
ক্যামেরা: 50MP প্রাইমারি ও 16MP ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি: 6,000mAh ব্যাটারির, 45W ফাস্ট চার্জিং।
স্টোরেজ: 12GB RAM ও 256GB স্টোরেজ অপশন।
Realme 14 -এর সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখুন
Realme 14 ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ক্যামেরা সেকশনে থাকছে ৫০ মেগাপিক্সেলের OIS সহ প্রাইমারি ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।