গাড়ি নির্মাণে জোর দিচ্ছে শাওমি

বুধবার, নভেম্বর 24 2021
শাওমি বিদ্যুৎ চালিত গাড়ির উৎপাদন শুরু হতে যাচ্ছে ২০২৪ সাল নাগাদ


বছরের শুরুতেই বৈদ্যুতিক গাড়ি’র বাণিজ্যিক উৎপাদনের ঘোষণা দিয়েছিল শাওমি । গাড়ির জগতে শক্তিশালী জায়গা করে নিতে তাই যাত্রা শুরু করেছিল শাওমির প্রথম প্রতিষ্ঠান ’ইভি কোম্পানি লিমিটেড’। এই প্রকল্পকে আরও অগ্রসর করতে শাওমি উন্মোচন করল বৈদ্যুতিক গাড়ির দ্বিতীয় প্রতিষ্ঠান ‘শাওমি অটোমোবাইল টেকনোলজি কোং লিমিটেড’।

বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য শাওমি’র নতুন প্রতিষ্ঠান অটোমোবাইল টেকনোলজি কোং লিমিটেড নিবন্ধিত হয়েছে ১ বিলিয়ন ইউয়ান মূলধন নিয়ে। এখানে নতুন শক্তি চালিত গাড়ি ছাড়াও বৈদ্যুতিক গাড়ি’র প্রযুক্তি উন্নয়ন এবং মেরামতের কাজও চলবে। পূর্ব স্থাপিত কোম্পানির দশ ভাগের এক ভাগ মূলধনে নিবন্ধিত হওয়ায় ধারণা করা হচ্ছে গাড়ি তৈরির সকল আনুসাঙ্গিক কাজ করবে এই প্রতিষ্ঠানটি এবং মূল গাড়ি নির্মাণের কাজ করবে প্রথম কোম্পানিটি।

সম্প্রতি শাওমির প্রতিষ্ঠাতা লেই জুন জানান, ২০২৪ সালে বৈদ্যুতিক গাড়ির বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। উৎপাদন পরবর্তী বিক্রয় এবং বিক্রয়োত্তর সকল পরিষেবা শাওমির নিজস্ব ষ্টোর থেকেই প্রদান করা হবে বলেও জানান শাওমির নির্বাহী কর্মকর্তা লু ওয়েইবিং।
share on