কেনিয়াতে নেটফ্লিক্সের বিনামূল্যের সেবা চালু

Wednesday, September 22 2021
গ্রাহক বাড়াতে নেটফ্লিক্সের ফ্রি প্ল্যান
Image: Netflix


নেটফ্লিক্সের বিপুল ডিজিটাল কনটেন্ট উপভোগ করা যাবে কোন সাবস্ক্রিপশন ফি ছাড়াই। আর এই ফ্রি প্ল্যান টি ইতিমধ্যেই চালু করা হয়েছে কেনিয়ায় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য যা চলবে আগামী কয়েক সপ্তাহ ধরে।

নেটফ্লিক্সের মুখপাত্র জানান, এই প্রথমবারের মত নেটফ্লিক্স তাদের ফ্রি প্ল্যান চালু করেছে, যেখানে নেটফ্লিক্স সংগ্রহশালার প্রায় এক চতুর্থাংশ দেখা যাবে বিনামূল্যে। নেটফ্লিক্স আশাবাদী, যেসকল ব্যবহারকারী এই সেবা টি উপভোগ করবে তারা পরবর্তীতে সাবস্ক্রিপশন প্ল্যানেও যুক্ত হবে। যেখানে টিভি এবং ল্যাপটপ থেকেও উপভোগ করা যাবে তাদের সেবা। ফ্রি সেবা গ্রহণকারীদের সাইন আপ করতে দিতে হবে না কোন অর্থ প্রদান সংক্রান্ত তথ্য। তবে সংযুক্ত করতে হবে একটি মেইল অ্যাড্রেস এবং সেবা গ্রহীতার বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি।

নতুন গ্রাহক আকৃষ্ট করার প্রচেষ্টায় নেটফ্লিক্স ইতিমধ্যে তাদের ফ্রি কন্টেন্ট নিয়ে নিরীক্ষা চালিয়েছে। এবং এর আগেও নেটফ্লিক্স তাদের কিছু বিষয়বস্তু ইউটিউবে এবং পরীক্ষামূলক ভাবে সল্প সময়ের জন্য ফ্রি টু ওয়াচ পোর্টালে দেখার সুবিধা দিয়েছিল।
share on