স্যামসাং গ্যালাক্সি এস৮ আসতে পারে এপ্রিলে, এমডাব্লিউসি ২০১৭ তে নয়

বুধবার, ডিসেম্বর 21 2016 আমরা এরই মধ্যে জেনে গেছি যে, স্যামসাং গ্যালাক্সি এস৮ আসতে কিছুটা বিলম্ব হবে। বহুল প্রতীক্ষিত স্মার্টফোনটি নির্ধারিত সময়ের কিছুটা পরে আমাদের সামনে আসবে। সে কারণে এ ফোনটি এমডাব্লিউসি ২০১৭ তে অবমুক্ত করা হবে না। আগামী মার্চ মাসে এটি অবমুক্ত করা হবে বলে প্রথমে আমরা খবর পেয়েছিলাম। স্যামসাং চাইছিল ভালো করে এর পরীক্ষা প্রক্রিয়াটি সম্পন্ন করতে। তাতে একটু দেরী করে ফোনটি বাজারে আনতে হলেও যেন তা নোট ৭ এর অঘটনের পুনরাবৃত্তি না ঘটায়।

স্যামসাং গ্যালাক্সি এস৮ আসতে পারে এপ্রিলে, এমডাব্লিউসি ২০১৭ তে নয়
স্যামসাং গ্যালাক্সি এস৮ আসতে পারে এপ্রিলে, এমডাব্লিউসি ২০১৭ তে নয়


এখন গুজবে শোনা যায় যে, স্যামসাং গ্যালাক্সি এস৮ মার্চে নয়, আসবে আগামী এপ্রিল মাসে। এই সময়ে এটি প্রথম বারের মতো নিউ ইয়র্কের বাজারে পাওয়া যাবে। এর মধ্যে মোবাইল গ্লোবাল কংগ্রেস ২০১৭ শেষ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে এর উত্তাপ। সবার আকর্ষণ তখন থাকবে পরবর্তী গ্যালাক্সি ফ্ল্যাগশীপের জন্যে।

এ থেকে বোঝা যায় যে, স্যামসাং তার পরবর্তী ফ্ল্যাগশীপ ফোনটির বাজারজাতকরণের জন্যে বিশার প্রচার প্রচারণা চালাবে। ধারণা করা হচ্ছে গ্যালাক্সি এস৮ এ ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হবে। এর ফিঙ্গারপ্রিন্ট রিডারের স্থান বদলে যাবে, এর কোন হোম বাটন থাকবে না, হয়তো এতে দেয়া হবে একটি ইন-হাউজ এআই অ্যাসিসট্যান্ট এবং তাতে থাকবে না কোন ৩.৫ মিমি হেডফোন জ্যাক।
share on