এলজি জি৬ আসতে পারে পানি নিরোধী ও ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি নিয়ে

Tuesday, December 06 2016 আগামী ফেব্রুয়ারিতে শুধু যে স্যামসাং গ্যালাক্সি এস৮ ফ্ল্যাগশীপ ফোনটি আসছে তা কিন্তু নয়। এলজি-ও নিয়ে আসতে পারে এমনই মানের একটি ফোন- তাদের জি৫ এর উত্তরসূরি এলজি জি৬।

এলজি জি৬ আসতে পারে পানি নিরোধী ও ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি নিয়ে
এলজি জি৬ আসতে পারে পানি নিরোধী ও ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি নিয়ে


বর্তমানে যে গুজবটি শুনতে পাওয়া গেছে তা হলো জি৬ এর ডিসপ্লেতে পানিনিরোধী আঠা লাগানো থাকবে অর্থাৎ ফোনটির বডি এমন হবে যার মধ্যে পানি ঢুকতে পারবে না। এলজি’ ভি সিরিজের ফোনগুলির পানি নিরোধী অথচ শক্ত পোক্ত বৈশিষ্ট্য গ্রাহকেরা খুব পছন্দ করেছিল। অন্যদিকে স্যামসাং এর গ্যালাক্সি ফোনগুলিও সব পানি নিরোধী। তাই সময়ের চাহিদা মিটাতে ও প্রতিদ্বন্দ্বিতার বাজারে টিকে থাকতে এলজি’র ফোনেও এমন বৈশিষ্ট্য থাকা অনেকটাই বাধ্যতামূলক। এ কারণে এলজি এরই মধ্যে জাপানের বাজারের জন্যে এমন একটি পানি নিরোধী স্মার্টফোন ভি২০ তৈরি করেছে। সুতরাং এখন এমন ফোন উৎপাদনে তারা যেতেই পারে।

অন্য যে গুজবটি শোনা গেছে এ ফোন সম্পর্কে তা হলো এতে দেয়া হবে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। সেই সাথে তাতে থাকবে মোবাইল পেমেন্ট সেবা।
share on