স্যামসাং গ্যালাক্সি সি৯ প্রো আসছে স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর ও ৬জিবি র‌্যাম নিয়ে

রবিবার, অক্টোবর 23 2016 গতকাল চীনে স্যামসাং আনুষ্ঠানিক ভাবে গ্যালাক্সি সি৯ প্রো’ অবমুক্ত করেছে। এটাই স্যামসাং এর প্রথম ৬জিবি র‌্যামের ফোন। আশা করা হচ্ছে অচিরেই ফোনটি চীনের বাজার দখল করে নেবে। গত পরশু সি৯ প্রো ফোনটির বৈশিষ্ট্য সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। সে কারণে বেশিরভাগ আগ্রহী মানুষ ফোনটির বিশেষত্ব সম্পর্কে এরই মধ্যে অবগত হয়েছেন।

স্যামসাং গ্যালাক্সি সি৯ প্রো আসছে স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর ও ৬জিবি র‌্যাম নিয়ে
স্যামসাং গ্যালাক্সি সি৯ প্রো আসছে স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর ও ৬জিবি র‌্যাম নিয়ে


স্যামসাং এর এ ফোনটি আসলে স্ন্যাপড্রাগনের নতুন চিপসেট ৬৫৩ ব্যবহার করতে যাচ্ছে যা সফল চিপসেট ৬৫২ এর পরবর্তী সংস্করণ। গ্যালাক্সি সি৯ প্রো এ আছে ৬ ইঞ্চি আকারের ১০৮০ পিক্সেল টাচস্ক্রিন, ৬৪ জিবি বর্ধনযোগ্য সংরক্ষণ ক্ষমতা এবং একটি বড় ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।

ফোনটিতে থাকবে এফ/১.৯ অ্যাপার্চার, ফেস ডেটেকশন অটো ফোকাস এবং একটি ডুয়েল-টোন এলইডি ফ্ল্যাশযুক্ত ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। অন্যদিকে সেলফি তোলার জন্যে থাকছে আরেকটি ১৬ মেগাপিক্সেলের এফ/১.৯ অ্যাপার্চার সম্বলিত ক্যামেরা। সি৯ প্রো তে দেয়া হয়েছে ডুয়েল-সিম ব্যবহারের সুবিধা, ৪জি সাপোর্ট, এনএফসি, ব্লুটুথ ৪.২, জিপ্সি, ৮০২.১১এন ওয়াই-ফাই এবং একটি ৩.৫ মিমি হেডসেট জ্যাক। ডিভাইসটি চালাবে অ্যানড্রয়েড ৬.০ মাশম্যালো।

সি৯ প্রো এর আকার ১৬২.৯ * ৮০.৭ * ৬.৯ মিমি এবং এর ওজন ১৮৯ গ্রাম। এরই মধ্যে চীনে ফোনটির জন্যে প্রি-অর্ডার গ্রহণ করা শুরু হয়ে গেছে। গোলাপি আভার সোনালী রঙের ফোনটি অনলাইন থেকে কেনার জন্যে অর্ডার দিতে ক্রেতাকে পরিশোধ করতে হবে ৪৭২ ডলার বা ৪৩৫ ইউরো। আগামী ১১ নভেম্বর থেকে গ্যালাক্সি সি৯ প্রো বাজার থেকে কেনা যাবে।
share on