বাংলাদেশে এলো স্যামসাং গ্যালাক্সি জে৭ প্রাইম

Wednesday, October 12 2016 স্যামসাং প্রায় ১ মাস আগে ভিয়েতনামে অবমুক্ত করেছিল গ্যালাক্সি জে৭ প্রাইম। তারপর ডিভাইসটি ইন্ডিয়া ও ফিলিপিনের বাজারেও এসেছে ।

বাংলাদেশে এলো স্যামসাং গ্যালাক্সি জে৭ প্রাইম
বাংলাদেশে এলো স্যামসাং গ্যালাক্সি জে৭ প্রাইম


গ্যালাক্সি জে৭ প্রাইমে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি টিএফটি ডিসপ্লে। এতে আরো আছে এক্সিনস ৭৮৭০ অক্টা-কোর প্রোসেসর, ৩ জিবি র‌্যাম, ১৬ জিবি সংরক্ষণ ক্ষমতা এবং ৩,৩০০ মিলিঅ্যাম্পিয়ারপাওয়ার ব্যাটারি। এই হ্যান্ডসেটটিতে ১৩ ও ৫ মেগাপিক্সেলের প্রধান ও সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে আছে মাইক্রোএসডি স্লট, ডুয়েল-সিম স্লট, এলটিই এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর এস ব্যাটারি প্ল্যানিং ফোনটির ব্যাটারির ক্ষমতা সংরক্ষণে ভূমিকা রাখে।

মধ্য-মানের এ ফোনটি এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। বাংলাদেশী ক্রেতাদের জন্যে গ্যালাক্সি জে৭ প্রাইমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩,৯০০ টাকা।
share on