অপ্পো আর৯এস আসছে ১৯ অক্টোবর, প্রথম বারের মতো যুক্ত হলো নতুন সনি আইএমএক্স৩৯৮ ক্যামেরা সেন্সর

Sunday, October 09 2016
অপ্পো আর৯এস আসছে ১৯ অক্টোবর, প্রথম বারের মতো যুক্ত হলো নতুন সনি আইএমএক্স৩৯৮ ক্যামেরা সেন্সর
অপ্পো আর৯এস আসছে ১৯ অক্টোবর, প্রথম বারের মতো যুক্ত হলো নতুন সনি আইএমএক্স৩৯৮ ক্যামেরা সেন্সর


অপ্পো আর৯এস আর কোন রহস্য নয়, নয় কোন গুজব। কারণ এখন চীনের টেলিভিশনে নতুন এই ফোনটির বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। বিজ্ঞাপনের পরের ধাপ হলো অবমুক্ত করার অনুষ্ঠান যেটি এরই মধ্যে আয়োজন করা হয়েছে। আসছে ১৯ অক্টোবরের সে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও এরই মধ্যে অতিথিদের ঠিকানায় পৌঁছে গেছে।

এই ফোনটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর ক্যামেরা। কারণ সনির তৈরি আইএমএক্স৩৯৮ সেন্সরটি এবারই প্রথম কোন ফোনে সংযুক্ত করা হয়েছে। বলা বাহুল্য যে, সনি এ যাবত তাদের উচ্চ প্রযুক্তির এক্সপেরিয়া ফোনগুলোতে আইএমএক্স৩০০ ইমেজার ব্যবহার করেছে। আমাদের সূত্রটি জানাচ্ছে যে, এই সেন্সরে আছে ১৬ মেগাপিক্সেল ডুয়েল-পিক্সেলের ব্যবহার ঠিক যেমনটি ব্যবহৃত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এর ১২ মেগাপিক্সেল ক্যামেরায়। বর্তমান ফোনটির লেন্স অ্যাপর্চার হলো এফ/১.৭ । এটাও ঠিক স্যামসাং এর ফ্ল্যাগশীপ ফোনটিতে যুক্ত ক্যামেরার সমান।

শুধু অপ্পো আর৯এস নয় , অপ্পো আর৯এস প্লাস এর বিজ্ঞাপনও বর্তমানে টিভিতে প্রচারিত হচ্ছে। তবে সে ফোনটির কথা ১৯ অক্টোবরে আয়োজিত অবমুক্তির অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়নি। এ থেকে যা বোঝা যাচ্ছে তা হলো - হয় অপ্পো আর৯এস সেখানে অবমুক্ত হবে, নয়তো অবমুক্ত করা হবে অপ্পো আর৯এস প্লাসকে। এ দুটি ফোনের ঘোষণা আসবে দুটি ভিন্ন সময়ে এবং এ দুটি ফোনের পার্থক্য শুধুমাত্র আকারেই নয়, আরো অন্যান্য বৈশিষ্ট্য বিচারেও। অন্য ঘটনাও হতে পারে। এ দুটি ফোনে ২ ভিন্ন ধরণের হার্ডওয়্যার ব্যবহার করা হবে। অথবা হতে পারে দুটি ফোনের সব কিছুই হবে অভিন্ন শুধু মাত্র তাদের আকার ছাড়া। সে কারণেই আলাদা ভাবে উল্লেখ করার কোন যৌক্তিক কারণ খুঁজে পায়নি নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো।

যা-ই হোক না কেন, এখন সঠিক তথ্যটি জানতে আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে।
share on