নোকিয়া এ বছর অবমুক্ত করছে বেশ কয়েকটি মোবাইল ডিভাইস

Friday, August 19 2016 এ বছরের শেষ নাগাদ নোকিয়া ৩ থেকে ৪টি মোবাইল ডিভাইস অবমুক্ত করবে। এর মধ্যে থাকবে ফোন ও ট্যাবলেট। নোকিয়া চায়নার জয়েন্ট ম্যানেজমেন্ট টিমের প্রেসিডেন্ট মাইক ওয়াং আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এ বছর অবমুক্ত হলেও ডিভাইসগুলি ২০১৭ এর শুরুতে বাজারে কিনতে পারা যাবে।

নোকিয়া এ বছর অবমুক্ত করছে বেশ কয়েকটি মোবাইল ডিভাইস
নোকিয়া এ বছর অবমুক্ত করছে বেশ কয়েকটি মোবাইল ডিভাইস


পাঠকদের এ পর্যায়ে একটু স্মরণ করিয়ে দেয়া যায় যে, এ বছরের মে মাসে ফিনল্যান্ডের কোম্পানি নোকিয়া মোবাইল ফোনের জগতে ফিরে আসার ঘোষণা দিয়েছিল। নোকিয়ার প্রাক্তন নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতিষ্ঠিত নতুন কোম্পানি এইচএমডি অন্য আরেকটি কোম্পানি ফক্সকন এর সাথে যৌথভাবে সহযোগী উৎপাদনকারী হিসেবে এই মোবাইল ডিভাইসগুলির ডিজাইন করবে।

নোকিয়া স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট যুক্ত করে বেশ কয়েকটি বিশেষ ফোন তৈরিতে কাজ করছে বলে আমরা আগেই জেনেছিলাম। আর সেই ফোনসেটগুলোতে থাকবে ৫.২ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি কিউএইচডি ওএলইডি ডিসপ্লে, ২২.৬ মেগা পিক্সেলের ক্যামেরা এবং ফোনটিতে চলবে অ্যানড্রয়েড ৭.০।
share on