২য় প্রান্তিকে হুয়েই চীনের সবচেয়ে জনপ্রিয় ফোন, শিওমীর বাজার কমেছে ৩৮ শতাংশ

Thursday, August 18 2016 বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি সম্প্রতি চীনের স্মার্টফোন বাজার বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০১৬ সালের ২য় প্রান্তিকে হুয়েই ছিল চীনের গ্রাহকদের সবচেয়ে প্রিয় ফোনসেট ব্রান্ড। পুরো বাজারের মধ্যে তাদের দখলে ছিল ১৭%। ২য় প্রান্তিকে হুয়েই মোট ১৯.১ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে। গতবছরের একই সময়ে তাদের বিক্রিত ফোনের পরিমাণ ছিল ১৬.৬ মিলিয়ন।

২য় প্রান্তিকে হুয়েই চীনের সবচেয়ে জনপ্রিয় ফোন, শিওমীর বাজার কমেছে ৩৮ শতাংশ
২য় প্রান্তিকে হুয়েই চীনের সবচেয়ে জনপ্রিয় ফোন, শিওমীর বাজার কমেছে ৩৮ শতাংশ


চীনের স্মার্টফোন বাজারের ২য় ও ৩য় স্থান অধিকার করেছিল যথাক্রমে অপ্পো ও ভিভো। আর তাদের অধিকৃত বাজার শেয়ারের পরিমাণ ছিল যথাক্রামে ১৬.২ % ও ১৩.২ %। গতবছরের সাথে তুলনা করলে দেখা যায় যে, অপ্পো ফোনের বিক্রি দ্বিগুন পরিমাণে বেড়েছে। অন্যদিকে ভিভোর বেড়েছে ৭৫%।এই তালিকার ৪র্থ ও পঞ্চম স্থানে আছে শিওমী ও অ্যাপেল। তবে গত বছরের চেয়ে এবার এই দুটি প্রতিষ্ঠানেরই বিক্রি কমেছে। শতকরা হিসেবে তাদের বিক্রি কমেছে যথাক্রমে ৩৪.৪ এবং ৩১.৭ ভাগ।

প্রতিবেদনটিতে আইডিসি এর শিওহান টে বলেছেন, ‘বাজারে হুয়েই, অপ্পো এবং ভিভো এর অবস্থানকে তাদের ভালো কাজের প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে যা তারা করেছে তাদের ব্র্যান্ডকে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে। সেই সাথে ক্রেতাসাধারণকে আকর্ষণ করার ক্ষেত্রে তাদের চূড়ান্ত বিপনন কৌশল এবং নিজ নিজ পন্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে সামনে নিয়ে আসার উদ্যোগ তাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে।’

টে আরো বলেছেন, ‘অতীতে শিওমী প্রথমে নিজেদের ফোন অনলাইনে বিক্রি করার ধারা সৃষ্টি করেছিল এবং খুব শীঘ্রিই অন্যান্য প্রতিষ্ঠানও এই একই পথ অনুসরণ করেছিল। এমন করে তারা প্রত্যেকেই নিজেদের অনলাইন ব্র্যান্ড হিসেবে সুপরিচিত করতে সক্ষম হয়েছে। এরপর অন্য সব নির্মাতারা যখন অপ্পোর আর৯ এর সাফল্য দেখতে পেল, তখন তারাও নামীদামী তারকাকে নিজেদের পন্য উপস্থাপনের জন্যে ভাড়া করার কৌশল অনুসরণ করতে শুরু করলো। এভাবে তারা সকলে তরুণ ক্রেতাদের উপর অধিকতর প্রভাব সৃষ্টিতে সফল হয়েছে।’
share on