অপ্পোর এফ১এস এর অবমুক্তির অনুষ্ঠানে প্রচারমাধ্যম কর্মীরা আমন্ত্রিত

Sunday, July 24 2016 অপ্পোর পরবর্তী স্মার্টফোন এফ১এস আগামী ৩ আগস্ট অবমুক্ত হতে যাচ্ছে। এই অবমুক্তি উপলক্ষ্যে অপ্পো ইন্ডিয়ায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। চায়নার এ কোম্পানিটি ৩ তারিখের সেই অনুষ্ঠানে এরই মধ্যে কাঙ্খিত অতিথিদের আমন্ত্রণ জানানো শুরু করেছে।

অপ্পোর এফ১এস এর অবমুক্তির অনুষ্ঠানে প্রচারমাধ্যম কর্মীরা আমন্ত্রিত
অপ্পোর এফ১এস এর অবমুক্তির অনুষ্ঠানে প্রচারমাধ্যম কর্মীরা আমন্ত্রিত


অনুষ্ঠানটির জন্যে সময় নির্ধারিত হয়েছে দুপুর দুইটা। প্রচারমাধ্যমের অনেকের হাতে পৌঁছে গেছে নির্মাতা প্রতিষ্ঠানটির আমন্ত্রণ পত্র। তবে এফ১এস এর বৈশিষ্ট্যের বিষয়ে এ পর্যন্ত অপ্পো আনুষ্ঠানিক ভাবে কোন তথ্য প্রকাশ করেনি। তাই আসন্ন স্মার্টফোনটি সম্পর্কে সঠিক তথ্য দিতে পারছেন না কেউ। অবশ্য এরই মধ্যে বাতাসে ফোনটির বিভিন্ন বিষয়ে নানান কথা শোনা যাচ্ছে। গুজবে ভেসে বেড়ানো তথ্যের মধ্যে আছে যে, এফ১এস ফোন সেটে থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। শুধু তাই নয়, এর হোম কি এর সাথে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই স্ক্যানারটি মাত্র ০.২২ সেকেন্ডের মধ্যে আঙ্গুলের ছাপ পরীক্ষা করে প্রতিক্রিয়া জানাতে পারবে।

পাঠক, এতোসব গুজব শুনে কাজ নেই, সঠিক তথ্য পেতে আমরা বরং অপেক্ষা করি ৩ আগস্টে নির্ধারিত অপ্পো এফ১এস এর অবমুক্তির অনুষ্ঠানের জন্যে।
share on