অপ্পো এফ১এস এ থাকছে ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

শুক্রবার, জুলাই 22 2016 অপ্পো এইতো কয়েকদিন আগে দু’টি টিজার প্রকাশ করেছে। তাতে তারা নিশ্চিত করেছে যে, সত্যিই অপ্পো এফ১ এর একটি উত্তরসূরি আসছে। অপ্পো প্রথমবারের মতো তাদের কোন ফোনকে পরিচিত করিয়েছিল ‘সেলফি এক্সপার্ট’ নাম দিয়ে, আর সে স্মার্টফোনটি ছিল এফ১। অপ্পো এফ১ বাজারে দারুন জনপ্রিয়তা পেয়েছে।

অপ্পো এফ১এস এ থাকছে ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
অপ্পো এফ১এস এ থাকছে ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার


অপ্পো এফ১এস এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে আগামী ৩ আগস্ট। সে কারণেই হাজার চোখ সর্বোচ্চ উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে তাদের জন্যে অপ্পো এবার কী বিশেষ সেলফি এক্সপার্ট নিয়ে হাজির হয় তার দেখতে।

এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে অপ্পো সেলফি এক্সপার্ট ভক্তদেরকে চমকে দিতে একটি নির্ভরযোগ্যসূত্র বিশেষ এক খবর নিয়ে এসেছে। তাদের তথ্য মতে অপ্পো এফ১এস এর সামনে সংযুক্ত থাকবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটিতে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য যুক্ত হতে যাচ্ছে। আর তা হলো এর হোম কি’তে দেয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা মাত্র ০.২২ সেকেন্ডের মধ্যে প্রতিক্রিয়া দেখাতে সক্ষম।

আমরা আগেই দেখেছি যে, অপ্পোর এফ১ প্লাসে দেয়া হয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি এবং এর হোম কি’তে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অপ্পোর নতুন দুটি টিজারের শ্লোগান হলো, ‘যা আপনাকে আরো সুন্দর করে।‘ তাই এখন দেখার পালা যে, অপ্পো সত্যিই কি এফ১ প্লাসের সব বিশেষ বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছে তাদের আসন্ন ৫ ইঞ্চি আকারের এফ১এস ফোনটিকে, না কি দিয়েছে কম কিছু।

সব কিছু জানতে এখন শুধুই অপেক্ষার প্রহর গুনতে হবে আমাদের।
share on