আসছে অ্যান্ড্রয়েড নুগেট, ঘোষণা গুগলের

শুক্রবার, জুলাই 01 2016
আসছে অ্যান্ড্রয়েড নুগেট, ঘোষণা গুগলের
আসছে অ্যান্ড্রয়েড নুগেট, ঘোষণা গুগলের


অ্যান্ড্রয়েড এন সংস্করণের লোগো অবমুক্ত করেছে গুগল। যথারীতি ডেজার্টের নামে নামকরণ হতে যাচ্ছে এই জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেমের। নুগেট নামের এই ডেজার্ট মূলত: চিনির মাঝে ডুবানো বাদামের কঠিন বার আকৃতির এক অতি মিষ্ট সুখাদ্য। মার্শম্যালো-র উত্তরসূরী হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড নুগেট(nouget)।

বিশ্বে প্রতি পাঁচটি স্মার্ট মোবাইলফোনের অন্তত চারটি ফোনেই সক্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। নিয়মিত সফটওয়্যার উন্নতি ও নিরাপত্তা হালনাগাদের উদ্দেশ্যে নতুন সংস্করণ প্রকাশ করে গুগল। আর এরই অংশ হিসেবে সম্প্রতি ঘোষণা এলো অ্যান্ডয়েড পরবর্তী সংস্করণ নুগেটের|

সূত্র : অ্যান্ড্রয়েড [টুইটার]
share on